প্রকাশিত: Mon, Jun 3, 2024 10:03 AM
আপডেট: Sat, Dec 6, 2025 9:50 PM

[১]ত্রিশ হাজার নয়, মালয়েশিয়ায় যেতে পারেননি ১৬ হাজার ৯৭০ জন: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

খুররম জামান: [২] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী রোববার তার কার্যালয়ে এ তথ্য জানান। 

 [৩] তিনি বলেন, যেসব এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের দুর্দশার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

[৪.১] তিনি জানান, দোষীদের চিহ্নিত করতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন তারা।  তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব নূর মো: মাহবুবুল হককে।

[৪.২] সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ৭৯ হাজার টাকা হলেও কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ ৭ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে।

[৪.৩] বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার পরেও মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া ৩১ মে সময়সীমার মধ্যে বিমানের টিকিট জোগাড় করে এসব কর্মীদের পাঠাতে ব্যর্থ হয়েছে এজেন্সিগুলো। 

[৫] প্রতিমন্ত্রী জানান,  গত ৩১ মে পর্যন্ত বিএমইটি থেকে ৪ লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন মালয়েশিয়া গিয়েছেন। সেই হিসাবে ১৬ হাজার ৯৭০ জনের কম-বেশি যেতে পারেননি।


[৬] যারা এ সমস্যার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন,গঠিত কমিটি কর্মানুমতি ও বিএমইটি'র ক্লিয়ারেন্স কার্ড পাওয়ার পরও মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করতে না পারার কারণ চিহ্নিতকরণ, নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ব্যর্থ রিক্রুটিং এজেন্সি চিহ্নিতকরণ, কমিটির নিকট মালয়েশিয়া গমন করতে পারেনি এরূপ কেউ অভিযোগ করলে তা আমলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ করবে।


[৭] প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সকল কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর লক্ষ্যে সরকার বরাবরই আন্তরিক ছিল। পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি সম্মিলিত বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। মালয়েশিয়ায় কর্মীগণের লক্ষ্যে অতিরিক্ত ২৩টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী